। বিবাহিতের আত্মবিলাপ।


মেজাজফিউস ভীষণ সর্ট, বউ কি আমার ভল্ডেমর্ট
যখন তখন মারছে গালি দিয়ে
সব কাজেতেই কারণ চটার কোথায় গেল হ্যারি পটার
হগওয়ার্টসেই থাকতে হবে গিয়ে।
কাজের লোক বা বেবিসিটার  সবাই এখন ডেথ ইটার
আছি যেন আজকাবানের জেলে
জ্বলছি জ্বালায় সারাটা মাস গেল কোথায় পেট্রোনাস
আমার কপাল বদলাবে কোন স্পেলে?
চোখের কোনে পড়ছে কালি খুঁজতে হবে ডায়াগন অ্যালি
মাছ ঢাকতে কিনবো শাকের আঁটি
বউএর গলায় ডাকছে থান্ডার ওরে ও ভাই অলিভ্যান্ডার
দাও না আমায় সঠিক জাদুকাঠি।
রোজই ঝাড়ন খাচ্ছি জোর বাঁচাও আমায় ডাম্বেলডোর
বউ পটাবার টোটকা আমায় দাও
সর্টিং হ্যাট দিল ধোঁকা  বউএর হাতে বনছি বোকা
পেনসিয়েভে জানছে চিন্তাটাও।
মাসমাইনে যে টুকু পাই  বউ নিচ্ছে থোক টাকাটাই
জাদুর বলে দিচ্ছে হাপিস করে
জীবন নিয়ে করছি juggle, বউ জাদুকর আমি muggle
হায় পালাবো কোন পোর্ট কি ধরে?


আর্যতীর্থ


যারা হ্যারি পটার পড়েননি বা দেখেন নি তাদের জন্য
Voldemort : অশুভ জাদুর সম্রাট, হ্যারির প্রধান শত্রু
death eater : voldemortএর দলের লোক
Hogwarts : হ্যারির জাদু স্কুল
Azkaban : জাদুকরদের জেল
patronus: নিজের শুভ শক্তি দিয়ে তৈরী করা ঢাল
diagon alley: জাদুদ্রব্যের বাজার
Olivander: জাদুদন্ড প্রস্তুতকারক
Dumbledore: জাদুস্কুলের হেডমাস্টার, হ্যারির গুরু
sorting hat: জাদুস্কুলের গ্রুপ নির্ণায়ক টুপি
pensieve: চিন্তা জমানোর যন্ত্র
muggle: জাদুহীন সাধারন লোক
port key: এক জায়গায় থেকে নিমেষে অন্য জায়গায় যাওয়ার যন্ত্র