।   শাশ্বত।


তারিখ এখন বিস্মৃতিতে, আবছা মনে সাল
ধিকিধিকি আগুন বুকে, বয়ঃসন্ধিকাল।
বাড়িটা তার একটু দূরে, স্কুলের আশেপাশে
চোখাচোখি বদলে গেল প্রেমের সর্বনাশে
স্কুলের খাতার ছেঁড়া পাতা বদলালো চিরকুটে
নদীর পারে লুকিয়ে দেখা কখনো দলছুটে
মস্ত পোড়ো বাগানবাড়ি ছিল সে তল্লাটে
প্রথম চুমু কিশোর ঠোঁটে শ্যাওলাধরা ঘাটে।
বেনীতে তার লাল ফিতেটা আবছা মনে পড়ে
অর্ধশতক  পার করে আজ ফের ফিরি শহরে।
পুরোনো স্কুল রাস্তা নদী স্মৃতি হয়ে ডাকে
গালের কালো জড়ুল দেখে ফিরে পেলাম তাকে।
এখন বুড়ি ঠাকুমা সে, সিঁদুর পাকাচুলে
নাতনিটি তার পড়তে আসে সেই চেনা ইস্কুলে।
দুজন মিলে ঘুরে বেড়াই হাতড়ে বেড়াই স্মৃতি
প্রথম প্রেমটা নিয়ম মাফিক ভেস্তে যাওয়াই রীতি।
ভাঙাচোরা হলেও দেখি খাড়া বাগানবাড়ি
জমি শকুন ভুলেই গেছে করতে নজরদারি।
ষাট পেরোনো বুড়োবুড়ি স্মৃতির পথে হাঁটে
দুজন মিলে পৌঁছে গেলাম শ্যাওলাধরা ঘাটে।
দুই জোড়া চোখ স্কুলের ড্রেসে চমকে ওঠে চেয়ে
সদ্য ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো কিশোর ছেলেমেয়ে।
কালের চাকা হঠাৎ যেন পেছনদিকে ঘোরে
আমরা দুজন শ্যাওলাঘাটে অর্ধশতক ধরে।
আর্যতীর্থ