। আশা।


দিন কেটে যায় অপেক্ষাতে,  সঠিক প্রেমের প্রমাণ দিতে,  বলেছিলে আসবে তুমি,
কোথায় এলে!
আমিও যে স্থবির হয়ে চুপটি করে পথে চেয়ে, জরিপ করি আকাশ জমি
টের কি পেলে?
বেশ কিছুকাল কাটিয়ে সময় বললে তুমি এইভাবে নয়, ভাবতে হবে একটু আরো
আমি পিছু ডাকিনি
সময় দিলাম তোমায় ভাবার আমায় ছেড়ে এগিয়ে যাবার, নিজের পথে যেমন পারো
আমি খোঁজ রাখিনি।
আমায় ছেড়ে কোথায় গেলে, নতুন পথে কি কি পেলে, কি হবে আর ওসব জেনে?
তাতে দুঃখ বাড়ে
কারোর যদি যাওয়ার থাকে লাভ হবে না পিছুডাকে
বরং ভালো নিয়তিকে নেওয়া মেনে,
নিয়ম এ সংসারে।
তবু যুক্তিবোধে আগুন দিয়ে দিন পুড়িয়ে রাত জ্বালিয়ে,  এ মন আজও অপেক্ষাতে
জ্বলছে আগুন ধিকি
আগুনে আমিই পুড়ি, এ আশাতে আমিই উড়ি, দেখা হবে তোমার সাথে,
একদিন আসবে ঠিকই।


আর্যতীর্থ