। ফিসফিস।


যুগের সাথে তাল রেখে যাই, কবিতাতেও
পদ্যগুলো মিইয়ে গেছে, মুড়ির মতই,
ফিসফিসানোই নতুন দিনের বাক্য আলাপ
দিন পড়েছে এখন লিখে কথা বলার।


এখন কেমন মনের কথা সব আঁকা যায়
প্রেম বিরহ, হাল্কা আদর , কথার খোঁচা
স্মাইলি আছে কান্না এবং বেদম হাসির
অল্প কথায় তাই তো কেমন গল্প ফাঁদি।


কতই দেখি রাস্তা ঘাটে দোকান মলে
প্রেমের জুড়ি স্বামী স্ত্রী  বা বন্ধু নেহাত
পাশাপাশি বসে আঙুল মোবাইল লেখে
মোবাইল বিনা মানুষ এখন  ভীষণ একা।


দূরত্বটা এক আধ ফুট,  বেশী বা কম
একটু হাসি, টুকরো কথা,  কফির ফাঁকে
মোবাইল ফোনেও বাক্য ভাসে অন্য কারো
সব মানুষই এখন বোধহয় অংশীদারী।


আরশি দেখাও পাল্টে গেছে যুগের হাওয়ায়
সেল্ফি তুলে রূপ দেখাটাই নিয়ম এখন
চুলের কেতা চোখের কালো ঠোঁটের লালে
লাইক যদি না পড়ে তো সাজাই বৃথা।


এই হাওয়াতে , বইছে যেটা লোকদেখানো,
কবিতা কি এক রাখা যায়, তুমিই বলো
যুগের সাথে তাল মিলিয়ে মিইয়ে গেছি
ফিসফিসিয়ে তাই তো এখন পদ্য লিখি।


আর্যতীর্থ