। সময়যান।


সময়ে এগোই চলো, কল্পনাকে দিই ঘুষ
তোমার বয়েস কুড়ি,আমি আবার একুশ।


টুকরো কাগজ পদ্য, দিতাম ক্লাসের শেষে
বদলে নিতাম এখন, টুকটাক এস এম এসে।


লাইব্রেরির খোপে,  জার্নালে পড়ে ধুলো
এখন লাগতো কাজে,  সার্চ ইঞ্জিনগুলো।


চা সিঙারা খাবে নাকি? মৌচাক পুটিরামে?
এখন সি সি ডি আছে। কফি হয় নানা নামে..


কলেজ স্ট্রিটে হাঁটতাম। পুরনো বইয়ের গন্ধ।
এখন তো সব কিন্ডল। বই কেনা পুরো বন্ধ।


কলেজ স্কোয়ারে বসবো। দুটাকায় মেলে মুড়ি
কে এফ সি আছে বুঝি? আঙুল চাটতে পারি..


ট্রামে উঠি চলো টুংটাং। ডালহৌসিতে নামবো
মেট্রোতে এসি আছে তো। খামোখা গরমে ঘামবো?


সিনেমাতে যাবে ডার্লিং?  লাইটহাউস বা রক্সি?
বুক মাই শো দেখোতো। যাব সেই আইনক্সই।


ভিক্টোরিয়ায় যাবে কি? একটু ঘুরবো বাগানেই
ধুত্তোর! চলো মলে যাই। পথে কুকুরের হাগা নেই


সময়ের পথে ফিরলাম। স্মৃতিগুলো নিয়ে ঘাঁটবো।
জীবনে সন্ধ্যা নামছে। পাশাপাশি চলো হাঁটবো...


আর্যতীর্থ