।পীঠ।


বহুদিন মরে গেছে সে। (আয়ুতে হয়তো নয় ,
সেখানে বাঁচুক না সে হাজার বছর! )
সম্পর্ক নিশ্চিহ্ন করে চলে গেছে আগামীর দিকে,
আহত এই আমায় মৃতবৎ পিছু ফেলে রেখে।
ক্ষতরা শুকায় না, স্মৃতিরা দুখায় শুধু বারবার বিদ্ধ করে,
যন্ত্রণা বেড়ে যায় প্রত্যেক এফোঁড় ওফোঁড়ে।
আজ তাই, কাঁধে স্মৃতিগুলো নিয়ে বেড়াই শহরময়,
ছড়িয়ে ছিটিয়ে সব নষ্ট করে দেবো।
তার ছোঁয়া সব ঘাট, সব মল, কফির দোকান,
পাগলের মতো ঘুরে ঘুরে টুকরো টুকরো স্মৃতি ফেলে দিয়েছি,
রাতে বাড়ি ফিরে এসে অবশেষে হাত ধুয়ে নিই বিশ্রাম।


পরদিন উঠে দেখি, যেখানে ফেলেছি স্মৃতি ,প্রতি কটা স্থান,
পার্কের প্রতি বেঞ্চ, প্রতি গাছতলা আর বাস ছেড়ে মশগুল আড্ডায় জমে যাওয়া সব বাসস্টপ,
এমনকি  স্টেশনের ছোট্ট চা-দোকানে তার প্রিয় কোণের চেয়ার,
সক্কলে বদলিয়ে এক হাজার একখানা পীঠ হয়ে গেছে...


আর্যতীর্থ