। ওঠো দ্রৌপদী।


( কবি শ্রী অটল বিহারী বাজপেয়ীর কবিতা অনুসারে..)


যাজ্ঞসেনী, দাঁড়াও উঠে ,সামলিয়ে নাও বস্ত্রকে,
এই যুগ নয় ভরসা করার বাসুদেবের হস্তকে।


সত্য এখন কবরচাপা খবর মানেই বিকৃত,
পয়সা বিনা হয়না কারো মান অপমান স্বীকৃত


দুঃশাসনের হুমকিতে আজ ঠুঁটো যে রাজদরবারও,
রক্ষা করার উঠবেনা হাত তোমার জন্য তাই কারো


লাজ বাঁচাতে আসবে কে আর যুগ যেখানে লজ্জাহীন?
ভাবনা ছাড়ো, স্বপ্নগুলোও কুরুকুলের ইচ্ছাধীন।


অন্ধরাজা কালপ্রকোপে বধির এবং জন্মমূক,
জনতারও মুখ চোখ কান বন্ধ রাখে ভয়চাবুক


চোখের জলের দাম দেবে কে, কান্না এখন হাস্যকর,
কৃষ্ণপদে ভরসা ছেড়ে কৃষ্ণাই হোক শস্ত্রধর।


খেলছে পাশা খল শকুনি, সবাই বিকায় তার কাছে,
থাকলে আশায় অন্য লোকের, লাজ কি কারো আর বাঁচে?


হে দ্রৌপদী, ত্যাগ করো ওই প্রসাধনের সজ্জাকে,
এই যুগে আর কৃষ্ণ এসে বাঁচাবেনা লজ্জাকে।


যাজ্ঞসেনী , উঠে দাঁড়াও, রক্ষা করো বস্ত্রকে,
কৃষ্ণতে আর ভরসা কেন, মেটাও নিজেই কষ্টকে।


আর্যতীর্থ