।নদী।


আজকে তোমায় নদীর গল্প বলবো
সাধারণ নদী,  গঙ্গা যমুনা নয় সে,
পাড় ভাঙা নেই,  সহজ সরল নাব্য
নিরুপদ্রব, বিনা কোলাহলে বয় সে।


তবু কতলোকে তাকে ঘিরে বেঁচে আছে,
নদীটা তাদের রোজনামচার সাথী,
নাহয় সেখানে পিকনিক স্পট নেই,
কবিতাতে নেই তাকে নিয়ে মাতামাতি


এ নদীকে জানে জেলে মাঝি আর চাষী
আর জানে হাঁস,  কিছু পাতি কিছু বুনো
খুব সাধারণ, কবিতা জানেনা যারা,
তাদের কাহিনী নদীটার কাছে শুনো


উপাধি শিরোপা আমরাই দিয়ে থাকি,
নদীরা আবার সাধারণ হয় নাকি?


আর্যতীর্থ