। নতুন সূর্য।


সাঁই সাঁই  বাতাসের আগে ছোটে মেয়ে
এক গোটা দেশ আছে ওর দিকে চেয়ে
দেখতে দেখতে ছুঁলো চারশোর ফিতে
দুনিয়া পিছনে ফেলে চিতার গতিতে,
চমকিয়ে দেখে চেয়ে এক লেখা ধাপ
এ কোন দেশের মেয়ে ফেলে জুতো ছাপ
ইতিহাসে ছিলো না যে অক্ষ দ্রাঘিমা,
সোনা দিয়ে তার নাম লিখে দিলো হিমা।


চারদিকে ফিসফিস , চলে কানাকানি
এটা যেন কোন দেশ? নামটা কি জানি?
কেউ কেউ চট করে স্মার্টফোন ঘেঁটে,
তাবত তথ্য সব দেখে নেয় নেটে,
বন্ধুকে বলে ওঠে ভারী চমকিয়ে
এভূমি  তো নারীদের মারে বিষ দিয়ে,
ভ্রুণ থেকে খুন করে মা বাবা নিজে
বালিকার অশ্রুতে সারা দেশ ভিজে,
অত্যাচারের নেই সীমা পরিসীমা,
সত্যিই ওদেশেরই মেয়ে নাকি হিমা?


মৃদুস্বরে বলে ওঠে দৃঢ় ইতিহাস,
খামোখাই বিস্ময়ে অমন তাকাস।
এসব সত্যি বটে, তবে নয় পুরো,
এদেশের মেয়ে ছোঁয় এভারেস্ট চুড়ো,
ভারতীয় নারী আজ ব্যাংকে প্রধান
অনায়াসে জাহাজ আর বিমান চালান
রাজনীতি খেলা পেশা শিল্পতে আগে
দিকে দিকে এই দেশে মহিলারা জাগে
মানছি রয়েছে কিছু বর্বর দেশে
সেটুকু মানলে সব হবে একপেশে।
অমা কেটে ধীরে ধীরে আসে পূর্ণিমা
ওই দেখো পোডিয়ামে ভারতের হিমা।


সাঁই সাঁই হিমা যায় বাতাসের আগে
আকাশ হচ্ছে লাল অরুণের রাগে....


আর্যতীর্থ