। মেডুসা।


মেডুসার মতো কিছু কিছু চোখে মরণ লেখা থাকে
দৃষ্টিতে বিভ্রম ঘটে,  চলচ্ছক্তিহীন  হয়ে পড়ে মন,
কুয়াশা আড়াল থেকে সাইরেন মোহিনী সুরে ডাকে
খাদের সামনে এসে দাঁড়ায় জীবন।
চুম্বকের মতো টানে ফাঁদ পেতে বসে থাকা অতলান্ত খাদ
কানে কানে বলে যায়, সবকিছু ভোলো, গণ্ডীরা শুধু শুধু বেঁধেছে তোমায়,
আঁধারে যুক্তি ঢাকে, লকলকে জিভ চায় নিষিদ্ধ স্বাদ,
নাবিক নোঙর তুলে ভেসে যেতে চায়।
একবার ভেসে গেলে  কম্পাসকাঁটা হয়ে পড়ে দিশাহীন,
সাইরেন গানে ডাকে, চলে এসো হে নাবিক, কুয়াশা পেরিয়ে এসো, সামনেই সুখ,
চেনা ম্যাপেদের পথ অচিরেই মুছে হয় সাগরে বিলীন,
তখনই অতল থেকে, ভুস করে ভেসে ওঠে মেডুসার মুখ।
সে মুখ ভয়াল বড়, সে মুখ দেখলে হয় মানুষ পাথর,
একাধারে মৃতবৎ অচল জরদগব এবং অসহায়, সহজে ভঙ্গুর,
কোনোদিন ফিরবেনা সে নাবিক ঘর,
সম্মোহন গিয়েছে নিয়ে পরিচিত পথ থেকে বহু, বহুদূর।
তারপর, নতুন নাবিক শোনে কুয়াশা আড়াল থেকে ভেসে আসে মোহময়ী গান,
এসো এসো, ডাকে তারা, কি অমোঘ সেই আহ্বান....


আর্যতীর্থ