। কুমীরডাঙা।

পুতুল রে, তোর সবেতে গোলমাল।
প্রেমের নামে আনলি কুমীর নিজেই কেটে খাল।
জানতি না কি,পিরিতি এখন মন ছেড়ে দিয়ে শরীরগন্ধী?
কুমীরেরা করে প্রথম সুযোগে সবকিছু খুলে দেখার ফন্দী।
পুতুল রে তুই প্রেমের নেশায় অন্ধ ছিলি বলে,
তা নইলে কেউ ক্যামেরাতে শরীর অমন খোলে?

সবকিছু দিস উজার করে বেখাপ্পা বিশ্বাসে,
কুমীর এমন আকাট পুতুল দারুণ ভালোবাসে।
এক্স মার্কা সাইট আছেন নিয়ে নোটের থোকা
এমন সুযোগ ছেড়ে দেবে এতই কি আর বোকা?
নিভৃত প্রেমের কাহিনী ফ্ল্যাশ সহজ ডাউনলোডে
স্খলন হয়ে ফ্লাশ হয়ে যায় রাতচরা কমোডে।

পুতুল রে তুই মান বাঁচাতে গলায় দিলি দড়ি,
পড়শী করেন আহা উহুর সখের দেখনদারি।
ঠারে বলেন বেশ হয়েছে ,হাসেনও মুখ টিপে,
কুমীর তখন ব্যস্ত নতুন ফাতনাওলা ছিপে
যার গেলো তার গেলো পুতুল, খেলনাবাটি ফেলে,
এমন কত পুতুল মরে কুমীরডাঙা খেলে...

এমন করে রোজই পুতুল মরতে দেবো নাকি?
আটকানো যায়, সবাই যদি একটু পাশে থাকি।
এই যুগে প্রেম শরীরঘেঁষা, ঠেকাবে কোন ভাবে?
বরং শেখাও , কোন উপায়ে কুমীর চেনা যাবে।
তবুও যদি সোনার পুতুল ভুল করে যায় কোনো,
লড়াই কোরো, রাগের মাথায় হাত ছেড়ো না যেন....

আর্যতীর্থ