। কুলভূষণ।


মেনে নিলাম লোকটা নয় সাবেক ধোয়া তুলসীপাতা
মানতে রাজী লোকটা নয় সবাই দাবী করছে যা তা।
তোমরা বলছো লোক ভালো নয়, ভারতদেশের গুপ্তচর এ,
সত্যি হলেই কিই বা হলো, মৃত্যু শোনাও অমন করে?


আমরা বিশেষ বন্ধু যে নই, এই দুনিয়ার সবাই জানে,
মাঝে মাঝেই হামলা জারি বর্ডারে তাই মেশিনগানে
স্বভাবতই আমি তোমার, তুমি আমার চক্ষুশূলই,
দেখলে হবেই খুনখারাবি সেই ধারণা বদ্ধমূলী।


অবিশ্বাসের এ আঙ্গিকে নানান খবর করতে জড়ো
তোমার আমার দুই বাড়িতেই ছড়িয়ে নানান গুপ্তচরও।
ফি বছরে আমরা ধরি তোমারও চর কয়েক ডজন,
ফাঁসি তো দূর,  সত্যি বলো যাবজ্জীবন পায় কজন?


আমরা সবার বিচার করি আইন মেনে আদালতে,
বিনাদোষে সাজা যেন না পায় কেউ কোনোমতে।
এমন কি সেই খুনী কাসভ, আমরা তারও বিচার করি,
তথ্যপ্রমাণ যাচাই করে তবেই গলায় ফাঁসির দড়ি।


তোমরা থাকো আনদুনিয়ায়,  প্রমাণ টমাণ থোড়াই কেয়ার,
ঠিক করে নাও শাস্তি আগেই, অভিযোগ তাই শুনবে কে আর!
আজ অবধিও পারোনি হে পেশ করতে প্রমাণ কোনো,
সরবজিতের লাশের বোঝা আমরা মাথায় বই এখনও।


পারলে প্রমাণ করে দেখাও খুন করেছেন কুলভূষণ,
সন্দেহতে ফাঁসি দিলে জ্বলবে আগুন এবার ভীষণ।
তোমার দিকে রাখছি নজর, ভাইয়ের জন্য রাত্রি জাগা
সাহস থাকলে দেখাও ছুঁয়ে কুলভূষণের চুলের ডগা।


আর্যতীর্থ