। কবি নই।


'যাই বলো বাপু, তোমার কবিতা সরলতা দোষে দুষ্ট
কিছু রেখে ঢেকে ছন্দে সাজালে কবিতারা হয় পুষ্ট।'
এই কথা বলে ঝগড়াটে চোখে রাই হাত রাখে কোমরে
( আহা কি ভঙ্গী! অমন জঙ্গী ফুলে মরে সব ভ্রমরে!)


আমি কাঁচুমাঁচু মুখ করে বলি, মানুষটা নই ব্যাঁকা যে
জটিল ভাবের চক্কোরে গিয়ে ঘুরপাক খাই একা যে।
নিজেই বুঝিনা,  তাহলে কিভাবে জটিলতা লিখি ছন্দে
যেমন আমার মোটা ঘটে ঢোকে, তাই লিখি ভালোমন্দে


রাই ঝামটায় ' যত বোকা সাজো অতটা সরল নও তো
পরনারী পেলে রসভরা কথা দিব্যি গুছিয়ে কও তো।
অনেক জটিল লোকের সঙ্গে এমনি দেখি বেশ খাতির
তবে  কেন  তোমার পদ্যে বেবাক জটিল গরহাজির?


তুতলে বলি, গদ্যে ওসব সাজানো যায় অনায়াসে
একশো পাতা লিখতে পারি এখন বসে তোমার পাশে
কবিতা তো শিখছি সবে,  কলমটা রোজ পিষে যে
কাব্যে অমন লিখলে ধরবে ধারা চারশো বিশে যে!


রাই বললো তার মানে তো আজও তুমি নও কবি
সহজ কথায় সরল লেখো জটিল বিষয় মুলতবি!
আমি বললাম ঠিক ধরেছো, সরল ছন্দে শখ মেটাই
ধরাছোঁওয়ার বাইরে আজও কবি হবার ইচ্ছেটাই।


আর্যতীর্থ