। কিশোর।


পাগল ,এসে নাড়িয়ে দিলে সবার মনের সাঁকো,
দুঃখে সুখে মজার গানে, রাগ বিরহ অভিমানে,
পার্টিতে আর একলা রাতে সমান মাখো মাখো।


পাগল, এ কোন জাদুর সুরে মন আমাদের বাঁধো?
চলে গেছো কবে ছেড়ে আজও সে স্বর জীবন ঘেরে
আজও তুমি মনে এলেই দুচোখ শাওন ভাঁদো..


পাগল, তোমার সুর লয় তাল এই বেসুরো বুঝবে কি আর!
আমি শুধু কথাই বুঝি, তোমার গানে আমায় খুঁজি,
মনখারাপের বন্ধু তুমি, ফূর্তিবাজীর গেলাস ইয়ার।


পাগল, তুমি সাথী আমার কলেজকালের থেকে।
মন তো তখন কোরা কাগজ ,চিঙ্গারিরা জ্বালায় মগজ,
তোমার নামে পাগল ছিলাম বন্ধুরা প্রত্যেকে।


পাগল, আমার কেটে গেছে তিনটে দশক আরো।
আজও আমার একলা রাতে তোমার গানই থাকে সাথে
হুল্লোড়ে তো আমার হয়ে তুমিই গলা ছাড়ো।


পাগল, তুমি ভাবের ঘরে মস্ত বড় সিঁধেল চোর
আমার যত কাঁদাহাসায় , আমার রাগ ও ভালোবাসায়
ছিলে আছো থাকবে তুমি , গানওলা কিশোর।


আর্যতীর্থ