। খাল ।


খাল কেটেছি ধর্ম খুঁড়ে, যা কেউ গিয়ে কুমীর লা,
এদিক গেলে লাহোর পাবি, ওদিক গেলে কুমিল্লা।
সংখ্যালঘু ধর তো কটা, দুবলা এবং একলা লোক,
খুন করে দে থেঁতলে দেহ,  ধর্ম আমার শীর্ষে হোক।


জানবি এসব ঘুঘুর বাসা, সব্বোনাশা লঘুর জাত,
ব্যাঙের ছাতার মতন গজায়, সব দোষেতেই ওদের হাত।
ভারত হলে নমাজ বারণ, গুরুগ্রামে ধুন্ধুমার,
বাংলাদেশে দুর্গাপুজো বন্ধ করুক হিন্দু তার।


এদেশ ছেড়ে ওদেশ যা না , জিভের ডগায় এক বুলি,
বদলালে দেশ হয়না বদল অত্যাচারের ছলগুলি।
জন্মভিটে ওই মাটিতেই ,সাতপুরুষের গোর চিতা
বিচার তবু চায়না ভয়ে ধর্মবাজের ধর্ষিতা।


সংখ্যালঘু হলেই শিকার, হয়তো নিয়ম সভ্যতার,
জীবন নারী এবং বাড়ি ভীষণ সহজলভ্য তার।
রাষ্ট্র থাকেন আব্বুলিশে, দূর থেকে কন দাঙ্গা নয়,
রাষ্ট্র যদি মদত না দেন, কোথাও কি আর দাঙ্গা হয়?


খাল কেটেছে সভ্য মানুষ, ধর্ম যা তুই কুমীর লা,
এদিক গেলে সাহরানপুর, ওদিক গেলে কুমিল্লা।


তিনখানা দেশ, লঘুর তবু ভাগ্যে দেখো কি মিল না?


আর্যতীর্থ