।কেরল এবং।


জল শুধু চারপাশে, ওই আসে , ওই আসে ,
                       হেলিকপটার ওই উড়ছে,
সব কিছু গেছে ভেসে , এখন বাঁচাবে এসে,
                        হেলিকপটার ওই ঘুরছে
তদারকে নৌসেনা , কিচ্ছুতে দমবে না,
                          দরকারে ছাদে হেলি নামবে,
কাজ দেখো যোদ্ধার   করে লোক উদ্ধার
                          বানত্রাণ শেষ করে থামবে।
ঘরবাড়ি ডুবে গেলো , সঞ্চয় উবে গেলো,
                           প্রাণ কত ধুয়ে গেলো কেরলে,
প্রকৃতি উঠে খেপে,    দেখায় নিক্তি মেপে,
                            কত ক্ষতি গন্ডীটি পেরোলে।
বললেন গ্যাডগিল,   প্রোমোটারি ব্যাড ডিল,
                            মাটি নিয়ে খেলা করা অন্যায়,
ভোট আর নোট রোগে,  কমিশন গেলো ভোগে,
                             তাই আজ এই হাল বন্যায়।
হেলি নামে হেলি ওঠে,   ত্রাণ যায় স্পিডবোটে,
                              দলে দলে তাই নিয়ে তরজা
কেন্দ্র ও রাজ্যে            রণভেরী বাজছে
                               দু তরফে কারো নেই লজ্জা।
ফি বছর নানা কোণে,   নদীরা আপনমনে,
                               খেয়ে ফেলে গঞ্জ গাঁ পল্লী
কারণ খোঁজে না কেউ  ত্রাণ দিতে ওঠে ঢেউ
                               হায় দেশ, এ কোথায় চললি!
প্লাস্টিক পলিথিন        কমবে যে আশা ক্ষীণ
                               বন কেটে ফ্ল্যাটবাড়ি উঠবেই,
বোকা কিছু গ্যাডগিল  মৌচাকে মারে ঢিল
                              পাগল তকমা তাঁর জুটবেই
আমাদের ভোট পেয়ে   যাঁরা মোটা হন খেয়ে
                              খরা বন্যায় তাঁরা বিন্দাস,
হরিদাস পাল যারা      জলে ডুবে মরে তারা
                              স্বাধীন দেশের কিছু হীনদাস।
যা ঘটেছে কেরলে       এমনটা কে বলে
                              ঘটবে না আমাদের ঘরে?
পরিবেশে মেরে গুলি    নেতা বলে বাঁধা বুলি
                              রোজ তাই আরো ভয় ধরে।


আর্যতীর্থ