।কেন যাবো।


যাওয়ার কারণ অনেক আছে,       যুগের তালে তুড়ুক নাচে
                   উঠোন ব্যাঁকা বলাটা অন্যায়
মিছিলে যায় যেদিকে লোক,       সেইদিকে থাক আমারও চোখ
                পাল্টাতে ছক বসবো না ধর্নায়।
বসলে পরেও লাভ কিছু নেই,      বিরক্তি রাগ থাকুক মনেই,
                আনলে মুখে বিপদ কড়া নাড়ে
হুকুম শোনান রাজা রাণী             অমান্যতে কি হয় জানি,
               সব কেড়ে ভাই কাঙাল করে ছাড়ে।
আপনি বাঁচলে নাম হে বাপের      বকলস তাই রাজার মাপের
                গলায় পরে এই দেখোনা ঘুরি,
যাওয়ার ছুতো লাগে নাকি,         যেদিক টানেন সেদিক বেঁকি,
                  বেঁচে থাকাই এখন বাহাদুরি।
কেঁচোর মতন কিলবিলিয়ে,             সবার সাথে গা মিলিয়ে,
               যাচ্ছি চলে যাওয়ার কারণ বিনা,
রাজার কথায় বসি উঠি,            শুই বা দাঁড়াই, জোরসে ছুটি,
                 নাচ দেখাতে পারি তা ধিন ধিনা।
শিরদাঁড়া আজ আস্ত আপদ   থাকলে তেনার উথলাবে ক্রোধ
                  প্রশ্ন করার মানেই সে বিরোধী,
বিবেক টিবেক উহ্য রেখে              দিব্যি লোকে বাঁচতে শেখে
              তাই ভালো যা বলছে ভালো গদি।
গদিই এখন ট্রাফিক পুলিশ,         চায় যেদিকে সেদিক চলিস,
               পাল্টে ফেলিস নিজস্বতার ভাবও,
তবুও শুনি রাত বিরেতে              কে বলে যায় বিদ্রোহেতে,
                ‘ যেতে পারি, কিন্তু কেন যাবো?’


আর্যতীর্থ