। কালি।


ছোটোবেলায় কলম ছিলো নানা রঙের
কালি কিন্তু  একই রকম, স্কুল আদেশে।
এখন দেখি কালিগুলো নানান  ঢংএর
রংগুলো সব নিজের রঙের সঙ্গে মেশে।
কালিগুলো বড্ড ছিল স্বাধীনচেতা
নিজের মতো কাটতো হরেক আঁকিবুকি
রঙ মেলানোর ছিল না এই আদিখ্যেতা
চিন্তাগুলি লেখা যেতো বিনা ঝুঁকি।
কলমগুলো এখন কেমন থমকে লেখে
কোন কালিতে দোয়াত ভরা আগে ভাবে
বাধ্য কলম সঠিক রঙে লিখতে শেখে
অন্য রঙে লিখলে নেতা চোখ রাঙাবে।
শাসকরঙের সাথে তোমার মিললে কালি
লেখা তোমার সাজবে নানা পুরস্কারে
কর্তা  যেমন বলবে সেটা লিখবে খালি
দেখবে কেমন নামের পাশে খেতাব বাড়ে।
কালির রঙে ঠিক হয়ে যায় 'আমরা ওরা'
বেঠিক রঙের থাকলে কালি বিপদ বাড়ে
রাস্তা জুড়ে তোমার লেখার কাগজ পোড়া
অধুনা তো লেখকদেরও গুলি মারে।
মজার ব্যাপার, লেখা তোমার পড়বে না কেউ
দেখবে শুধু কোন রঙেতে লিখলে তুমি
বেঠিক রঙের আভাস পেলে পেছনে ফেউ
কালি দিয়ে ভাগ করা আজ জন্মভূমি।
আমার কলম এখনো তো রঙ পেলো না
ছোটোবেলার সেই ধারাটা রাখছি বজায়
আহম্মকি এই জীবনে আর গেল না
মনের রঙে ডুবিয়ে কলম লিখছি মজায়।


আর্যতীর্থ