। জল।


জলকে চলা গোপীরা আজ মলকে চলে দেখি,
অ্যাকোয়াফিনার জলে তাদের গাগরি ভরবে কি,
শহরবালার গাগরি কই কল খুললেই জল,
কলসি কাঁখে কেউ বলেনা জল আনি সই চল।


কলসি কাঁখে সারি সারি যাচ্ছে গাঁয়ের বধু,
জল কোথা হে, গাঙের পানি শুকিয়ে মরু ধু ধু
হেথায় হোথায় নল খুঁড়ে আর কোনটুকু জল ওঠে
আল্লাহ কিছু ম্যাঘ এনে দে খরার শুখা ঠোঁটে।


মেঘ গিয়েছে নিরুদ্দেশে আকাশ আগুন হানে,
আঁজলা ভরা জল কি দামী গাঁয়ের বধূ জানে
এধার ওধার দশ মাইলের নীলমণি নলকূপ,
ভোটের আগে প্রতিশ্রুতি ভোট পেরোলে চুপ।


চাষের ফসল ঝলসে ধূসর, চাষীর গলায় দড়ি,
তেল নয় আর, জলের জন্য ফেলতে হবে কড়ি
শহরবালা, শ্যাম্পুকালে বন্ধ রেখো কল,
যাচ্ছে বয়ে আমার দেশের চাষীর চোখের জল....


আর্যতীর্থ