। ঝড়ের আভাস।


কালকে রাতে এ তল্লাটে ঝড় আসেনি কোনো।
বাতাসে তার আভাস ছিলো বটে, ঈশান কোণে জমেছিলো মেঘ,
থমকে ছিলো গাছের পাতা নড়া, পাখির ডাকে অচেনা উদ্বেগ,
অভিজ্ঞরা বলেছিলো ডেকে, বাইরে এখন যেও না কেউ যেন!
অথচ সব জল্পনা থামিয়ে, কালকে রাতে ঝড় আসে নি কোনো।


কোন হাওয়াতে ঝড়ের সাকিন লেখা, ভাগ্য সেটা বলে না কখনো।
হয়তো কোনো থমথমানো দিনে, মাটির থেকে যুদ্ধ আসার ঘ্রাণ,
নদীর ঢেউয়ে মাতাল অবাধ্যতা, আশংকাতে আকাশও টানটান,
ভোজবাজিতে বদল হতেই পারে, ধুকপুকিয়ে মিছেই প্রমাদ গোনো,
যেমন হলো কালকে রাতের বেলা, আভাস দিয়েও ঝড় আসেনি কোনো।


স্বর্ণালী এক সুঠাম সময় পেয়ে, হয়তো বসে আকাশকুসুম বোনো,
বইছে প্রাণে মন্দ মৃদুল হাওয়া, দিনের ঢেউয়ে আরাম করে দোলো
বিনা মেঘে আছড়ে পড়ে আঁধি, সুখের বাসা হঠাৎ এলোমেলো,
ধ্বস্ত ঘরে অবাক হয়ে ভাবো, টের পাওনি বাতাসে শনশনও।
অভিজ্ঞতায় এটাই গেছি বুঝে, নিয়ম মেনে ঝড় আসে না কোনো।


আর্যতীর্থ