।ঝগড়া।


আমায় ছেড়ে ভালোই আছো জানি।
রোজ ঝগড়ার খামোখা হয়রানি  এখন তেমন ছোঁয়না তোমায় আর,
ব্যস্ত জীবন, বাঁচার জন্য শান্তিটা দরকার।


আমারও তো ভালোই থাকার কথা।
চারদিকের এই অমোঘ নীরবতা, অঢেউ সকাল, সুবোধ রাত্রিবেলা,
নিজের জন্য সময় জোটে মেলা।


কাব্যপাঠে ছেদ পড়েনি মোটে।
শব্দপ্রসাদ সেখান থেকে জোটে, কিন্তু সে সুখ একলা আমার ভাগে,
একলা খেতে কদিন ভালো লাগে!


লাইন কারো বিঁধলে মনের কোণে,
বাতাস আমার বিড়বিড়ানি শোনে, তারপরে যেই ঘরের খালি দেখি,
কবিতাদের কথাও যেন মেকি।


যখন তখন জাপটে ধরে আদর
নিঘুম রাতে আগুন লাগা চাদর, সেসব স্মৃতি যদিও নয় ফিকে,
ভাবনাগুলো যায়না ওসব দিকে।


ঝগড়াগুলোই মনের মধ্যে ঘোরে,
ছাই হওয়া মন নতুন করে পোড়ে, দুজন মিলে ভুল মেপেছি কত,
ঠিক খুঁজলে বোধহয় ভালো হতো।


যুক্তিগুলো হয়তো ছিলো ঠিক,
উক্তিগুলো নিয়েছে ভুল দিক, সঙ্গীবিহীন একলা কথা জমে,
ফেটে বেরোয় ঝগড়া করার ভ্রমে।


তুমি আমি বুঝিনি তা কেউ
দূরে নিলো ক্রমেই খেদের ঢেউ, একশোরকম ভুলের ফিরিস্তিতে,
সময় গেলো দোষ দিতে আর নিতে।


আমরা এখন ঝগড়া ছাড়াই বাঁচি
তবুও দুজন কেউ কি ভালো আছি?


আর্যতীর্থ