। ঈশ্বর।


সব যুদ্ধ জিতে গেলে তুমি বড় একা হয়ে যাবে,
ঈশ্বরের মতো।
চারদিক থেকে এসে হেরো হাত যত,
দেহি দেহি চিৎকারে তোমায় জ্বালাবে,
রূপ যশ বিদ্যা বা অর্থ, সব ভিক্ষালব্ধ ধন যেন,
আর তোমার কাজ সেই সব অকাতরে বিলানো,
অঞ্জলি করপুটে যেন আসে টুপ করে মুড়কি প্রসাদ,
না পেলেই হা হুতাশ, গালি, অপবাদ,
জিতেছো সব যুদ্ধে আর এইটুকু করতে পারো না?
তোমারও যে কিছু চাইবার থাকে, কারোর মাথায় নেই  তেমন ধারণা।
তাই, মানুষ থাকতে গেলে সব সংগ্রামে তুমি জিতো না কখনো,
মাঝে মাঝে হেরে যেও, তোমার জীবনীতে সে কাহিনীও এনো,
যেখানে হেরেছিলে গোহারান তুমি, লজ্জা বা ভয়ে ছেড়ে দিয়ে রণভূমি,
পালিয়ে গিয়েছিলে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো,
সাফল্য এসে গিয়ে এখন ফেলেছে ঢেকে সেই সব ক্ষত।
হেরে যাওয়া মুছে যদি  নিজেকে ভাবো অপ্রতিদ্বন্দী,
যদি  যাবতীয় ব্যর্থতাকে সাফল্য সিন্দুকে রাখো বন্দী,
অমোঘ নিয়তিটাও জেনে রাখো তবে,
ঈশ্বরের মতো একা হওয়াই তোমার ভবিতব্য হবে।


আর্যতীর্থ