। আইডল।


একদিন তার সাথে দেখা হয়ে গেলো।
মনে মনে ভাবা ছিলো প্রশ্নের সারি,
এক দুই তিন করে লিস্টি মিলিয়ে,
কিছুটা কৌতুহল,কিছু দরকারী।


নিছক নামটাই শোনা ছিলো শুধু
কল্পনা বেড়ে বেড়ে ক্রমশ প্রবাদ
কিছু কথা ভেসে আসে বাতাসের মুখে
আশরীর মন জুড়ে লেগে থাকে স্বাদ


তখন ভেবেছি কত, দেখা হয় যদি,
জেনে নেবো, কি মন্ত্রে কথা বশ মানে
কিভাবে সাজানো তার অক্ষয় তুণ
লক্ষ্যে এতটা স্থির শরসন্ধানে।


অবশেষে একদিন কোনো শুভযোগে
দাঁড়ালো সে টানটান আমার সমুখে
নিযুত প্রশ্ন আসে মনে ভিড় করে
বানভাসি হবে বুঝি বাঁধভাঙা বুকে


অথচ মুখেতে লেগে থাকে শুধু হাসি
অকাজের কিছু কথা, মুগ্ধতাবোধ,
সহজিয়া গদ্যের সে সহজপাঠে
প্রশ্নের অলিগলি করে অবরোধ।


আসলে প্রশ্ন নেই, থাকে না কখনো
কবিরা কখনো নন ভীম অর্জুন
কাহিনী সবার জানা পুরাকাল থেকে
একলব্য একা বসে সাজাতেন তুণ।


আর্যতীর্থ