। হয়তো।


কোনো একদিন হয়তো আমরা হঠাৎ বুঝতে পারবো বর্ণপরিচয় আর সহজপাঠের মতো বাংলা কেউ শেখায় না,


দুম করে বুঝে ফেলবো, রবিঠাকুর , জীবনানন্দ, শক্তি,সুনীল প্রমুখেরা কেউ কবি নন, সবাই মুখ দেখার আয়না,


কখনো হয়তো আমরা বুঝতে পারবো, হেলাল হাফিজ আর সুনীল গাঙ্গুলী, এপার ওপার নয়, বাংলার মুখ,


কখনো মাথায় ঢুকবে, পাশের বন্ধু ছেড়ে নিচুঘাড়ে ফেসবুকে ঢুকে যাওয়া কুল নয়, গভীর অসুখ,


কখনো হয়তো বুঝবো পাতা উল্টে বইয়ে ডুবে যাওয়া আর অন্তহীন গুগল সার্চ এক কথা নয়,


কিংবা চোখে চোখ না থাকলে চ্যাট করে মন জানার চেষ্টা সময়ের বিপুল অপচয়,


কখনো বুঝতে পারবো সিনেমাতে নিবিড় আদর বোঝাতে সঙ্গমদৃশ্য দেখানো পরিচালকের  অভাব কল্পনায়,


আর অশালীন শব্দ ব্যতিরেকে আধুনিক যুবকের যাপনের ব্যর্থতা দিব্যি বোঝানো যায়,


কখনো হয়তো এটাও বোধগম্য হবে , চায়ের দোকানের চেয়ে মদের দোকানের আধিক্য সর্বনাশের বার্তাবহ,


ধর্মের বিভাজিকা হোয়াটসঅ্যাপ পোস্টের উদ্দেশ্য নিয়ে হয়তো কখনো হবে সন্দেহ,


হয়তো কখনো বুঝবো , সাহিত্য লোকগান মানুষের কথা  চিরকাল বেশী  বলে ধর্মের চেয়ে,


বুঝে যাবো ঠিকঠাক, বাপ মা কে যেমনটি দেখি, তেমনটি দেখবে পরে ছেলেমেয়ে,


হয়তো কখনো এই রাজনীতি ঠুলি খুলে চিৎকার করে বলবো সবরঙ একসাথে থাক,


হয়তো কখনো হবে , আপাতত এসো দেখি, সমবেত নাক ডেকে ঘুম দেওয়া যাক....


আর্যতীর্থ