। হাম্বা।


ও মেয়ে বরং হাম্বা ডাকো, মানুষ বলে ভেবো নাকো,
বড্ড ফ্যাচাং এখন নারী হলে,
তার চাইতে হও না গরু, যাপন হবে খুব সুচারু,
মানও পাবে মাতা টাতা বলে।
নারী হলে বড়ই বিপদ তক্কে থাকে হরেক দ্বিপদ,
চতুষ্পদের শাসন চলে দেশে
দাওনা যতই শিংয়ের গুঁতো করবে আদর লোক তবু তো,
মারবে মানুষ তোমায় ভালোবেসে।
নারী পাচার নয়তো হ্যাপার, একটু শুধু টাকার ব্যাপার,
ওপরওয়ালার প্রণামীতেই কাজ,
গরু পাচার করতে গেলে যাবজ্জীবন ঢুকবে জেলে,
কে যে দামী সন্দেহ নেই আজ।
বাঁচাও বাঁচাও মেয়ে চেঁচালে, কে যাবে ভাই সেই ক্যাঁচালে,
নির্ভাবনায় ভোগ করে ধর্ষক
গোরু নিয়ে কেউ যদি যায়, দেশের মানুষ ধরে পেটায়,
পুলিশও ফাউ ফ্যালফ্যাল দর্শক।
কেউ জানেনা কি কারণে, গাইসন্ত্রাস নিবারণে,
রাজার সভা জাবর কাটে খালি,
ঘরের মেয়েরা গেলে দূরে আতংক খায় কুরে কুরে
কার থাবাতে ঝরবে গেরস্থালি।
অনন্তকাল মোম মিছিলে মেলাচ্ছি পা সবাই মিলে,
কাজের কাজটি সত্যি কিছু হচ্ছে?
হক কথাটি গেছি বুঝে, হওয়ার মতন নেই কিছু যে,
আইন সবই ঠান্ডাঘরে পচছে।
গোরুর ছুতোয় অনন্ত ছুট, ধোলাই খুন বা সবকিছু লুঠ
গো নামটিও সর্বপাপহন্তা,
এসো নারী এবার তবে, ওঠো ডেকে হাম্বা রবে,
আমার দেশে ওটাই বাঁচার পন্থা।


আর্যতীর্থ