। ঘুষ ফোন।


ইদানিং দেখছি খবর, নীলতিমি কিংবা মোমো,
মুঠোফোনে নামলে নাকি, কেঁপে যান স্বয়ং যমও।
তারা সব হুকুম দেবে, হাত কাট, ঝাঁপ দে জলে,
অমনি করবে তামিল, যেন এক খেলার ছলে।


বড়রা মুক্ত শুনি ,এখেলা কিশোর বেলার।
যারা সব সহজ শিকার, নিরুপায় অবহেলার।
বাপ তার ব্যস্তবাগীশ, মা-টিও তথৈবচ,
বাছা নাও ঘুষের মোবাইল, ওটাকেই জাপটে বাঁচো।


বারবার বলছে সবাই, মুঠোফোন বড়’র জিনিস,
সন্তান পায়না সময়, বদলে ওসব কিনিস।
ওতে তো এক বোতামেই, হার্ডকোর পর্নও মেলে,
কে জানে কি দেখে সে, নিরালায় সময় পেলে।


সুতরাং বাপ মা দূরে, মুঠোফোন কাছের বেশি,
নীলতিমি সাঁতরে আসে, মোমো করে ঘেষাঘেঁষি
আসলে নিজের সাথে, নিশিদিন লড়তে থাকা,
বাপ মা’র চাইলে সময়, হিসেবে শূন্য রাখা।


আগেকার দিন হলে তো, হাতে হতো ব্যাট বল বই,
ডিজিটাল ইন্ডিয়াতে, ওসবের ফুরসত কই?
বাপ মা-ও বন্দী জেনো, ফোনেরই নানান অ্যাপে,
নেটওয়ার্ক বন্ধ হলে, দেখবে কেমন খ্যাপে।


তাই আজ মোমোর বাজার, বন্ধু হওয়ার ভানে,
আজ তাই নীলতিমিরা, অতলে কিশোর টানে।
কিডন্যাপ আজ কিডেরা, ঘুষফোন জেলখানাতে,
হেডফোন খুললে পরে, হাহাকার শুনতে পেতে।


এতটাই অন্ধ এ যুগ, শরমায় অন্ধকারও,
মোমো থেকে বাঁচতে হলে, ফোন ঘুষ বন্ধ করো।


আর্যতীর্থ