। ফুলের গল্প।


আজকে তোমায় ভাবছি শোনাই গল্পকথা একটা ফুলের,
আজগুবি নয়, এমনতর গল্প তুমি অনেক জানো,
সব গল্পেই মিশেল থাকে কিছুটা ঠিক কিছু ভুলের
কোথাও জেতে পরীর রাণী, কোথাও আবার দত্যিদানো।
এই ফুলটা ওই বাগানের নয়নমণি বলতে পারো,
সর্বক্ষণ মালির নজর ফুলটা যাতে গুছিয়ে  বাড়ে
ফুলটাকে কেউ একটু ছোঁবে এমনটি নেই সাধ্যি কারো
ফনফনিয়ে বাড়ছিলো ফুল সঠিক আলো মাটি সারে।
ফুটফুটে সেই ফুলটা দেখে পাখী অনেক আসতো উড়ে
নাচে গানে রঙীন ডানায় মন ভোলানোর চেষ্টা কত
মালি হেসে এসব ব্যাপার  দেখতো বসে একটু দূরে
নানান পাখির রকম নিয়ে মালি ফুলের গল্প হতো।
একদিন এক অচিনপাখি,ফুলের সাথে ভাব জমালো
ফুল দেখলো এই পাখিটা একটু যেন অন্যরকম
গান গায় না আহামরি,  পালকও তার সাদা কালো
সেই পাখিটাই কেমন করে ফুলহৃদয়ে করলো জখম।
দূরের থেকে দেখতো মালি, অন্য নানা কাজের ফাঁকে
সারাটা দিন ফুল অচিনের গপ্পোগুজব জমাট বাঁধা
সব গল্পে কেন যে ছাই কিন্তু এবং যদি থাকে
দুই আর দুইয়ে চার কেন নয় সেটাই বড় জটিল ধাঁধা।
কদিন পরেই ফুল দেখলো অচিন কেমন উড়ু উড়ু
ফুড়ুৎ করে যায় পালিয়ে নানান কাজের গল্প ফেঁদে
নিটোল গল্পে সন্দেহদের ফাটল ধরার সেই তো শুরু
অজুহাতের কাঁটাগুলো তীরের মতো মনে বেঁধে।
অচিন পাখির  কথা জুড়ে নিজের কথাই শুধু থাকে
ফুলের যে সব কথা আছে সেই কথারা গুমরে মরে
তেমন করে দেয় না সাড়া ফুলও  অচিন পাখির ডাকে
বড় সহজ বরফ জমা কথায় যখন শ্যাওলা পড়ে।
এই সুযোগে ভাব জমালো তক্কে থাকা আরেক পাখি
ভাব দেখালো এমন যেন ফুলের মনটা পুরো বোঝে
ফুল বোকাটা উপুড় করে কষ্টকথার যতেক ঝাঁপি
বরফ হওয়া সব মনই যে নদী হবার সুযোগ খোঁজে।
আরেক পাখি আকাশজুড়ে দিলো এবার পিটিয়ে ঢেঁড়া
নিভৃতকথা ফুল যেগুলো বলেছিলো কি বিশ্বাসে,
ফুলের দিকে বাক্যি ধেয়ে আসতে থাকে বেঁকাতেঁড়া
অচিন পাখি মদত দিলো ব্যাবচ্ছেদের সে সন্ত্রাসে।
এবার সে ফুল কোথায় যাবে, পাপড়িগুলো ভাবনামেদুর
ফুটফুটে সেই ফুলটা তখন ভুলটা মেনে কাঁদতো খালি,
পাখিগুলো হুল ফোটানো কড়া কথা বলতো প্রচুর
চীনের প্রাচীর হয়ে তখন রুখে দাঁড়ায় ফুলের মালি।
মালি শেখায় ফুলটাকে ফের বাঁচতে নতুন করে আবার
কেমন করে নিন্দেগুলো বদলাতে হয় গোবর সারে
পাখিরা যা বলছে বলুক বিশেষ  কারণ নেই তা ভাবার
এমন ভাবে সামলাতে ফুল জেনো শুধু মালিই পারে।
ফুলের যদি ভুল হয়ে যায় কোন পাখির কথার বিষে
থাকলে মালি সে ফুল আবার পাপড়ি মেলে আগের মতো
কালির ছিটে গায়ে মেখে কত যে ফুল ধুলোয় মেশে
আরো এমন থাকলে মালি তারাও পথের হদিস পেতো।


আর্যতীর্থ