। ফর্সা।


শিক্ষা ছাড়ো, স্কুল যেও না, ওসব ঘোড়ার ডিম,
বরঞ্চ মেয়ে, ঘরে মাখো ফর্সা হওয়ার ক্রিম।
চাকরি এবং শিক্ষাতে আর পুরুষ ভোলে কবে,
ও মেয়ে, তোর নজর পেতে ফর্সা হতে হবে।


কালো হয়ে জন্মেছো মেয়ে, আহা অভাগিনী,
ভগবানের একচোখোমি, রঙ দিয়েছেন যিনি।
ধরতে গেলে, পাপের মত উলঙ্গ এ খুঁত হে,
একপৃথিবী গুণের কাহন পারবে না যা ধুতে।


নায়িকারাও বলছে এসে রঙ বদলাও নারী,
ক্রিম মাখিয়ে খোদার ওপর চলুক না খোদকারী।
কালো হলে কনফিডেন্সটা চটকে যাবে যে হে,
সফলতা চিপকে থাকে  ফর্সা হওয়া দেহে।


লাভলি কথার আগে শুধু ফেয়ার এসে বসে,
নারীর জনম বৃথা আহা কালো হওয়ার দোষে
ক্রিমদেবতা করেন জেনো নারীত্ব উদ্ধার,
একটা কোনো শ্রী লাগিয়ে দাও না পুরস্কার!


গুণের আগে রূপ আর রূপের মানে কি?
ঢালো সমাজ, ফর্সা হওয়ার ভষ্মে ঢালো ঘি।


আর্যতীর্থ