। ফেসবুকুনি।


ফেসবুকুনি থামিয়ে এবার মন দেওয়া যাক সত্যি কাজে,
নেটের ছায়ায় হারিয়ে গেছে বেবাক যেসব সময়ভাঁজে।
গুচ্ছ কথা পুচ্ছে বেঁধে হরেক রকম গল্প ফেঁদে,
কাগুজে বাঘ সাজছি সবাই, শুধুই ফাঁকা কলসী বাজে।


রোজের লাখো সইসাবুদে প্রতিবাদের ওড়াই নিশান  
ধর্ষণে কে ছিঁড়লো কুঁড়ি, বিষ খেয়ে কই মরলো কিষাণ
দেশ জুড়ে সেই ই-বিপ্লবে নেট জুড়ে লোক সঙ্গী হবে,
রাস্তা জুড়ে নামতে গেলেই ব্যস্ততাতে সবাই পিছান।


ওপরমহল এটাই তো চান , রাগেরা যাক ভারচুয়ালে
দেখে নেবেন ঝগড়াটে ষাঁড় শানাচ্ছে খুর কোন গোয়ালে
পোস্টে যতই উড়ুক ধুলো, খালিই থাকে রাস্তাগুলো,
চুনোপুঁটির খলবলিতে হেসেই  মরে আড়বোয়ালে।


রঙ ছাড়া কেউ পথ হাঁটেনা, সমস্যারা জ্বলতে থাকে
পোস্টে এবং রিপোস্টে সব চাপানউতোর চলতে থাকে
দোষীরা সব আছে মজায়, বিচার পেতে দুব্বো গজায়
আসল আগুন ছোঁয়না এসে ভারচুয়ালের সলতেটাকে


মূল্যবোধের  ভিত্তিগুলো অবাস্তবে টলতে থাকে...


আর্যতীর্থ