। একুশ শতক।


হাজার প্রকার লগ্নী করেও সুখ বাড়ে না সুদে,
বিষাদ নিজের আসন বানায় জীবন খুদে খুদে।
নির্ভরতার ঘোড়াগুলোও খোঁড়া ও নড়বড়ে,
স্বস্তিবিহীন কর্জযাপন বিনসোহাগের ঘরে।
পরের ঘরের সবটা জানা নিজেরটি অজ্ঞানে,
ধান্দা এবং ডান্ডা দেখে পা ফেলা সাবধানে।
কাছের লোকের ছোঁয়া মুছে বন্ধু খুঁজি দূরে
একুশ শতক, প্রণাম করি তোমার খুরে খুরে।


ভিডিওতে জীবন ধরাই দিনযাপনের লক্ষ্য
সেলফি জানে মুখের সাথে মনের কত সখ্য।
চলতি পথের রক্তপাতে ব্যস্ত পথিক অন্ধ,
গুগলম্যাপে ঠিক করে দেয় যাত্রাপথের খন্দ
ভিড়ের মাঝে একলা থাকা মুঠোফোনের ছদ্মে
ফেসবুকুনির গুজগুজুনি রুটিন কাজের মধ্যে
তাই গিলে খাই ফেক নিউজে দিচ্ছে যেসব ছুঁড়ে
একুশ শতক, প্রণাম করি তোমার খুরে খুরে।


সাধনভজন অলৌকিকের বিজ্ঞাপণের ধুম,
সমর্থকের হিংস্রতাতে শাসকদলের ঘুম,
ধর্ম নামক বর্মে ঢেকে বোম ফাটানোই কর্ম,
দুর্নীতিবাজ ভোটে দাঁড়ায় এমনি মোটা চর্ম,
শিক্ষা এবং যোগ্যতাকে তুচ্ছ করে জাত,
নেতার জোটে বিরিয়ানি চাষীর জোটে লাথ,
খাচ্ছে অতীত আগামীকে আয়েস করে কুরে,
একুশ শতক, প্রণাম করি তোমার খুরে খুরে।


আর্যতীর্থ