। দুঃশাসন।


আমাকে দুষছো কেন, আমি শুধু ক্রীড়নক,
নীরব সমর্থক আমার দাদার,
ঠিক ভুল পুণ্য বা পাপ,
খামোখা মগজ দিয়ে জবাব যাইনা খুঁজে সেসব ধাঁধার।
আমি শুধু চাই একটাই ফল,
যে কোনো উপায়ে হোক, দাদা জিতে যাক,
কি পথে আসবে জয়, কতখানি পাঁক আছে সেই রাস্তাতে,
তার কথা থাক।
ওসব আমার নয় হিসেব করার,
মামা শকুনি আর দাদা দুর্যোধন,
তাঁরা ঠিক করে দেন
কোনখানে নিঃশব্দে হবে চোরা আক্রমণ,
আমি শুধু বাকি ভাইদের নিয়ে পরম নৈপুণ্যে করে ফেলি ওপরমহলেরা ঠিক যেমনটি চান ,
প্রশ্নবিহীন আনুগত্যে বেঁধেছি নিজেকে,
পাপমন্থনী ক্ষীর বস্তুত মামাদাদা খান।
শত্রুশিবিরে কেউ প্রবল প্রতাপশালী হলে,
ছলে আর কৌশলে তাকে জলে ডোবানোই যায়,
কলিযুগে যে নেতার আপনি দখলে,
তাঁদের চেলারা বুঝি শত্রুকে বাগে পেলে করুণা দেখায়?
পাশা খেলা চলে যুগে যুগে, যে জেতে,
নারীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে সে পারে অনায়াসে,
সময় বলতে পারে ঘোর অপমান হলে
আগামীর মহিলারা কাকে পাবে পাশে।
রাজসভা হোক বা কোনো রাজপথ,
শাসক অন্ধ হলে মামা ও দাদার হাতে রাশ চলে যায়,
তাঁদের ইশারা মেনে বস্ত্রহরণ হলে,
আটকাবে সেটা বলো কার ক্ষমতায়?
ব্যাসমুনি লিখেছেন বটে আমার মৃত্যু হলে
পাপবধ উল্লাসে নেচেছেন ভীম রক্ত মাখিয়ে দুইহাতে,
উহ্য রয়েছে শ্লোকে রক্তবীজের মতো কেমন ছড়িয়ে গেছি আগামী রাজনীতির কণাতে কণাতে..


আজও করছি পাপ দাদার আদেশ পেলে,
ঠিক ভুল বদলায় শাসকের সাথে...


আর্যতীর্থ