। দলিত।


দলিত দলিত হাঁক পেড়ে যায় সব দলে
ভাবটা এমন দলিত বিনে মুক্তি নাই,
রাষ্ট্রপতি নির্বাচনের কোন্দলে,
পানসে লাগে দলিত খোঁজার যুক্তিটাই।
সাতটা দশক গেলো চলে এইভাবে,
হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা চিৎকারে
গোরক্ষকে তবুও ধরে চাবকাবে
কলেজগুলোয় সুইসাইডের ভিড় বাড়ে।
মিশতে তোমরা দিয়েছো কি দলিতকে?
ছাই দিয়েছো প্রাপ্য তাদের সম্মানে,
উস্কে দিতে ভোটের পাটিগণিতকে,
দলিত বলে ভর্তি করো কম মানে।
তার মানে তো ধরেই নিলে হীন বলে,
সঠিক মানে আহা দলিত পারবে না,
নেতা চেঁচায় সংরক্ষণ দিন বলে,
দলিত ঘরের বাড়তে থাকে ধারদেনা।
আজও কেন আলাদা হয় খাবার পাত
দলিত ঘরে অদ্যাবধি শিক্ষা নেই,
বিয়ের সময় চাই তোমাদের সঠিক জাত
কোটার ছলে ভাবো কিছু ভিক্ষা দেই।
মুখেই বলো সব নাগরিক এক নাকি,
জন্ম থেকেই মাথায় ঢোকাও জাতের ভেদ
টিকিয়ে রাখো তকমা দিয়ে প্যাখনাটি
জ্বলতে থাকে দলিত চাষীর বাজরা ক্ষেত।
অতই যদি তোমার মনে উন্নয়ন,
আজও কেন লাগছে কোটা কও শুনি?
জাতের নামে বজ্জাতির এ সাতকাহন,
দলিত গোপাল আজন্মকাল ঠনঠনই।
তোমরা তো চাও নিচেই থাকুক অন্ত্যজ,
দুমুঠ পেলেই ভাবুক কত ভাগ্যবান
আসল কথা তোমরা ভোটের পণ খোঁজো
জাতের তলায় দাবিয়ে রাখো যোগ্য মান।
দেশের মাথা নিয়েও বাঁধাও গণ্ডগোল
জাতের ফাঁসে বাঁধতে চেয়ে সে নামকে,
এসব নিয়ে যতই বাজাও ভোটের ঢোল
ভারতবাসীর আরেকটা চাই কালামকে।


আর্যতীর্থ