। ডাক্তার দিবস।


রোগ জমেছে। শরীরে নয়, মনের ভেতর।
জীবাণুটি বহু প্রাচীন। প্রবেশ অবাধ।
রোগপ্রকোপে খুন হয়েছে। ভেঙেছে ঘর।
ডাক্তার আর রোগীর মাঝে তুলেছে বাঁধ।


খাচ্ছে ঘিলু। ঘুণের মতো। বিষের শ্বাস।
ভুগছে সমাজ। ভুগছে রোগী, চিকিৎসক।
মারণরোগের নামটি চেনা। অবিশ্বাস।
গঞ্জে গ্রামে ছড়িয়ে গেছে। খুব ব্যাপক।


হিংসা বাড়ে। হাসপাতালে। ধুন্ধুমার।
কিছু হলেই লাঠিসোঁটা। দে ধোলাই।
রোজের খবর। কেউ মরলেই সব চুরমার।
পানের থেকে চুন খসলেই বিচার চাই।


চিকিৎসকের দুইখানা হাত।এক মগজ।
মানুষ যে সে। চেষ্টা শুধু করতে পারে।
সব রোগ সে ফেলবে ধরে?এত সহজ?
ব্যর্থ হলেই ব্রেকিং নিউজ। হিংসা বাড়ে।


সবাই কি সৎ?এমন বলে কোন বোকা?
কিছু লোকের বাঁ হাত চলে। ব্যবসাদার।
দালাল ধরা। সাধু সেজে দেয় ধোঁকা।
লোক ঠকানো। সেটাই জেনো ব্যবসা তার।


ভুল করছো। বেশীর ভাগই অমন নয়।
হাসপাতালে আজও কজন রাত জাগে।
পাঞ্জা লড়ে যমের সাথে। আজও হয়।
ভেবে দেখো। হারতে কারো ভাল্লাগে?


পয়লা জুলাই। দিনটা নাকি ডাক্তারের।
এস এম এসে শুভেচ্ছারা পরের পর।
চিন্তা যদি থাকে কোনো উপহারের,
ভরসা, শুধু ভরসা রেখো তার ওপর।


আর্যতীর্থ