। সিসিফাস।


সে মিশে গেছে সবার জীবনে, খেটেখুঁটে যারা বাঁচে,
ভাগ করে দেয় তার যেটা কাজ তোমার আমার কাছে।
গণ্ডার মেরে ভান্ডার লুটে যাচ্ছে  অন্য লোকে,
তোমার আমার জীবনযাপনে রাজা সিসিফাস ঢোকে।


সিসিফাস রাজা, অনন্তকাল শ্রম করে যায় শুধু,
দিনশেষে দেখে সারাটা দিনের ঘামের মজুরি ঢুঁঢুঁ।
সারকথা বোঝে পাশ করা যত কলেজের গ্র্যাজুয়েট
ডিগ্রী চেবালে এক আধবেলাও ভরে না খিদের পেট।


নিম্নবিত্ত তার খুদকুঁড়ো কোথায় লুকাবে ভাবে,
আজন্ম চলা ঋণ অজুহাতে মহাজনে কেড়ে নেবে।
চাষীদের জোটে শুধু ফলিডল ক্ষেতে খেটে বারোমাস
এ পোড়ার দেশে অন্ন জোগানো সব চাষী সিসিফাস।


মধ্যবিত্ত সংসারে আজ আধুলিতে টান পড়ে
ফিক্সড ডিপোজিট পি পি এফে টাকা সবখানে ভয় করে।
আগুন বাজারে মাইনেরা পোড়ে, বদলের আশা ম্লান
প্রতিদিন ভোরে বাসে ট্রেনে চড়ে কত সিসিফাস যান।


কাজ করে যাও, তোমার শ্রমের গুড়টি অন্যে খাবে,
আমৃত্যুকাল ওহে সিসিফাস, তুমি শুধু খেটে যাবে।
সুদিনের বাণী নীরব এখন, যোগ্যতা আজ বাঁজা,
তুমি আর আমি, আপনি ও সে, সব সিসিফাস রাজা।


আর্যতীর্থ