। চতুর্থ মাত্রা।


তোমার যাপন আগামীতে, মহাদেশ পেরিয়ে ক’ঘন্টা পিছিয়ে আমি অতীতে বেঁচে আছি।
বর্তমান বলে কিছু আছে কি আদৌ? নাকি সেটা সময়ের সাথে খেলে যাওয়া কানামাছি,
যে যেখানে দাঁড়িয়ে সেই স্থান ভিন্নতর অতীতের ছিলো  ছায়াঢাকা,
আর ঠিক সেখানেই অনাগত আগামীতে পতপত উড়বে   অন্য পতাকা।
আমরা ছুটছি খালি  ডাকবাহী রানারের মতো খুচরো মুহূর্ত কিছু পিঠে বেঁধে নিয়ে,
নিজেই মালিক ভেবে গুনেগেঁথে জীবনকে ভাগ করি আজ কাল পরশুকে  দিয়ে।
কোথায় করছি বাস , অতীত না আগামীতে, সেখবর সত্যিই কারো জানা নেই,
স্বপ্ন ভাবছি যেটা হয়তো আসলে ইঁট অচেনা অজানা কারো স্মৃতি বানাতেই।
সুতরাং মুহূর্তে দখলদারি নেই কারো, রাজা যোগী নেতা হোতা সকলেই সবহারা হদ্দ ভিখিরি,
অতীত আর আগামীর  মাঝখানে সেতু হয়ে আমরা জীবন ভেবে ঘুরি আর ফিরি..


আর্যতীর্থ