। ব্যর্থ।


একটা খোলস , বয়েস লেখা দশক কয়েক ভাগ্য হলে,
জীবন দিলো এটুক সময় বিষাদ বা সুখ ছাঁকবো বলে
এর পরে কি কেউ জানিনা, অনুমানের ছলচাতুরি
শূন্যে শুরু শূন্যতে শেষ , মধ্যে তাবত বাহাদুরি।


সুখ খুঁজবার অসুখটা তো আদম থেকেই লেপ্টে গায়ে
যাবজ্জীবন দুঃখ পোড়ায় সুখ ধরবার প্রবল দায়ে।
তোমার সুখে আমার সুখে প্যাঁচপয়জার লাঠালাঠি
সুযোগ পেলেই ষড়রিপুর মাঞ্জা দিয়ে তোমায় কাটি।


জন্ম থেকেই ধানাইপানাই, কার জিনে কোন রাজার আবাদ,
সুয্যিটা কার পিসেমশাই, পূর্বপুরুষ কার ছিলো চাঁদ,
কোন তেইশে তেইশ মিলে , আমার মতো সুজন হলো,
সেসব কথা ফেনিয়ে বলে, আধেক জীবন সময় গেলো।


খোলস ক্রমেই হচ্ছে বুড়ো, ক’সাল বাকি ভাগ্য জানে,
যাচ্ছি বয়ে কুটোর মতন, ঢেউ যেদিকে আমায় টানে।
কি যে দিলাম মানুষকে ঠিক ,সেই হিসেবে দিচ্ছি ফাঁকি,
আমায় মানুষ দিলো কত, টুকতে সেসব ব্যস্ত থাকি।


একটা খোলস, কয়েক দশক কাটিয়ে গেলে আয়ুর ছলে,
মানুষ কি আর রাখবে মনে কিচ্ছুটি না তফাত হলে?


আর্যতীর্থ