। বিদ্রোহী।


একদিন , সব প্রতিবাদ জলে ফেলে দিয়ে,
তিল ও তুলসি হাতে নিঃশর্ত বশ্যতা মেনে নেবো।
গাছ আর আগাছার ভেদাভেদ ভুলে গিয়ে
মাথা নিচু করা ঘাস হবো তোমাদের পায়ের তলায়।


একদিন, বিচার করার ঘিলু মাথা থেকে মুছে ফেলে,
তোমাদের চক্ষুদানশিবিরে গিয়ে বশংবদ অন্ধ হবো।
তোমাদের বেঁধে দেওয়া কথাদের সুরে গেঁথে
স্তাবকের বন্দনা সবাই শুনতে পাবে আমার গলায়।


একদিন, তোমাদের রূপকথা ইতিহাস বলে মেনে
তর্ক জুড়বো আমি তখনো সন্দিহান লোকেদের সাথে।
তোমাদের দেওয়া ম্যাপে পথ খুঁজে চলে যাবো সেই সব
স্থানে, যেখানে দাঙ্গার নামই শোনেনি কোনো লোকে।


একদিন, তোমাদেরই দেওয়া রঙে ছুপিয়ে নেবো অন্তর্বাস,
মাথার চুল, পায়ের নখ; আর কিছু ভাববো না অগ্রে পশ্চাতে।
তোমরা বলাবে যেটা, সেটাই বাক্য হবে, তোমরা দেখাবে যেটা,
তার বেশী কোনো আলো আর এসে পড়বে না পোষ্য দুচোখে।


তবে আজ সেইদিন নয়;সুতরাং তুমি অত নিশ্চিন্ত নিরাপদ নও।
এখনো সটান খাড়া প্রতিবাদ জড়ো করে, পারো যদি যুদ্ধক্ষেত্রে এসে আমাকে হারাও।


আর্যতীর্থ