।বেলাগাম।


মাঝরাতে চুপিসারে গাড়িদের গতিবেগ বাড়ে,
রাত্রির বুক থেকে তীব্র মুহূর্ত কিছু নিতে ছিনিয়ে,
সাঁই সাঁই বেলাগাম অস্থির চাকা যায় শহরের বুক চিরে দিয়ে,
জাহাজের কারবারী খোঁজ কি রাখেন সেই আদার ব্যাপারে?
কিছু মনে নিশিরাতে বেড়া ভেঙে জাগে হারিকেন
অসহায় রেডলাইট হতবাক সাক্ষী সে উদ্দামতার,
তরুন পায়ের চাপে মেঝে ছোঁয় বিপন্ন অ্যাক্সিলারেটর,
হাতে হাতে ঘুরে যায় বিয়ারের বোতল সফেন।
এ খবর জানেন না, এমন নিরীহ লোক আছে কি শহরে?
ভোররাতে বাড়ি ফিরে দরজায় কড়া নাড়া স্খলিত যুবক,
বন্ধুর বাড়ি বলে যুবতীর টেলিফোনে মিছেকথা ছক,
বড়লোকী ফ্ল্যাট ছেড়ে এখন এসেছে ঢুকে পাড়ার ভেতরে।
তবু কেন রাত হলে আইন ঘুমিয়ে পড়ে চোখ কান বুজে?
গতিবেগে নেশা মিশে টলোমলো চাকা ছোটে রাতের আঁধারে
পানশালা ঘুরে এসে স্টিয়ারিং হাতে নিলে যথারীতি গতি আরও বাড়ে,
ভয়াবহ মৃত্যুর জুয়া খেলে যৌবন গতি-মদ-নেশার ত্রিভুজে।
এমন ঘটছে রোজ, ঘটবেও আকছার, সব্বাই বুজে নিলে চোখ,
আর কত মৃত্যুর বিচার চাইবে বলো ফেসবুক পেজে?
মৃত্যুর দূত ঘোরে রাতের শহরে রোজ স্টিয়ারিংয়ে মদ্যপ সেজে,
জীবন না সামলালে কাহিনী থাকবে এক, বারবার পাবে একই শোক।


আর্যতীর্থ