। বেকার বর্ষা।


বর্ষা এসেছে,আমার  গাছেরা কই?
বৃষ্টির ধারায় গাছের আরো সবুজ হওয়া দেখতে আমার দারুণ লাগে,
ঠিক যেন শ্রীরাধিকা অভিসারে যাওয়ার আগে প্রসাধন সারছেন।
বর্ষা এসেছে, আমার অভিসারী সেই গাছেরা কই?
চিৎকারে বিরক্ত হয়ে এক কর্তাগোছের লোক বললেন,
রাস্তা বড় হচ্ছে মশাই , আপদদের কেটে ফেলা হয়েছে গত গ্রীষ্মে।
বর্ষা এসেছে , আমার পুকুরেরা কই?
টাপুরটুপুর জল পড়ে অসংখ্য ছোটো ঢেউ পাড়ের দিকে ছুটে যায়,
যেন কোনো মস্ত পিয়ানোবাদক মেঘের সুরে আঙুল চালাচ্ছেন দ্রুতলয়ে।
কই, আমার টাপুরটুপুর পুকুর কোথায় গেলো?
আমার অনবরত বকবকে এক প্রোমোটার ক্ষিপ্ত হয়ে বললো
কবেই ওসব বুজিয়ে মস্ত বহুতল ফ্ল্যাটবাড়ি তুলে দিয়েছি!


পুকুর ছাড়া , গাছ ছাড়া, এই এক শহর বর্ষা নিয়ে কি করবো তা বলতে পারো?


আর্যতীর্থ