। বাসা।


বহুদিন কোনো বৃষ্টি হয়নি মনকেমনের ভূমিতে,
আমরা কিভাবে বদলে গিয়েছি এখন আমিতে তুমিতে।
বাজে না ভৈরোঁ ইমন বেহাগ,
বেসুর যাপনে ভুলেছি সোহাগ,
রাগ অনুরাগবিহীন নিদাগ আলগোছে কাটে দিন,
ভালো বাসা পেতে ভালোবাসা আজ সময়ের পরাধীন।


আকাশের ঠিক কত কাছে হবে সামাজিক মাপকাঠি,
সে হিসেব করে সোনার মূল্যে কিনে নেবো কিছু মাটি।
আগামীতে হবে তিন বি এইচ কে,
সে খোয়াবে নিই রুটিরুজি সেঁকে,
প্রতিটা সখের গলা টিপে ধরে ই এম আই তুলে রাখি,
কবে ফ্ল্যাটে গিয়ে আরামে জিরোবো, আজ সুখে তাই ফাঁকি।


তোমাকে পাইনা এখন আর আমি অনাবিল খুনসুটিতে,
গোয়া কেটে দিয়ে দীঘা করে দিই সস্তায় যেতে ছুটিতে।
তোমাকে বোঝাই, সব হবে পরে,
আগে ঢুকে যাই স্বপ্নের ঘরে,
তুমি টেনে আনো ম্লান হাসি ঠোঁটে, যদি চোখেরা হাসেনা,
বুঝেও বুঝিনা চেনা ঠোঁটজোড়া কেন আর ভালোবাসেনা।


এ বাড়িটা কেন ভালো বাসা নয় ,প্রশ্ন করোনি কখনো,
আমিও ভেবেছি সব ঠিক আছে, নীরব রয়েছে যখন ও।
আজকে হঠাৎ পিছু ফিরে দেখি,
আগামী ও ঘর বড় বেশি মেকি,
আলেয়ার পিছু ধাওয়া করে হবে রোজ পাওয়া সুখ খোয়াতে,
খুনসুটি দিনে ফিরে যেতে চাই, তোমার ঠোঁটের ছোঁয়াতে।


চলো না আজকে প্ল্যান করে ফেলি, কবে থেকে কবে গোয়া’তে।


আর্যতীর্থ