। বন্ধুদিন।


বোস্টনে না বনগাঁ থাকিস
ওসবে নেই অন্তরায়,
বন্ধুদিনে এ বন্ধু তোর
ভালবাসার ডাক পাঠায়।


আজকে দিনে আসছে মনে
স্কুলকলেজের খুনসুটি
গলায় গলায় যাই সিনেমায়
ঝগড়া করে চুলমু্ঠি।


পাড়ার ঠেকের আড্ডাবাজী
কিংবা কলেজক্যান্টিনের
মিস করি সব এই বয়েসেও
আজকে আবার পাচ্ছি টের।


শুধুই কি আর আড্ডা নাকি
সঙ্গী তোরা সবটাতে
তোদের নামে জীবনখাতায়
পাওনা আমার সব খাতে।


পরীক্ষাতে তোরাই ছিলি
নোটস ও চোতার বিপত্তারণ
( ছেলেমেয়েরা এখন বড়,
বিশদ বলা বিষম বারণ)


প্রথম প্রেমের হাতচিরকুট,
দিতে দিলাম তার কাছে
ব' কারান্ত মর্কটেরা
পৌঁছে দিলি মা'র কাছে।


এমন বন্ধু থাকলে পরে
শত্রুতা আর লাগবে কার?
কষে দিলাম চোখা গালি
সুমুন্দিরা নির্বিকার।


জেনেছিলাম অনেক পরে,
আগেই সে মেয়ের প্রেম ছিলো
আমার সাথে চোখের খেলা
নেহাতই এক গেম ছিলো।


আমার থেকে আমার ভালো
বুঝতো যে সব বন্ধুরা
বন্ধুদিনে ডাক পাঠালাম,
মর্কটেরা কই তোরা?


আজকে আমরা কেউ লন্ডন
কেউ সাবেকি বর্ধমান
তাই বলে তো বদলাবে না
বন্ধুতাদের শর্তখান।


যে যেখানে আছিস রে দোস্ত
জীবন কাটা খুব রঙিন
তোদের সাথে কথা হলে
সবকটা দিন বন্ধুদিন।


আর্যতীর্থ