।বন্ধু।


বন্ধু যায় না ছেড়ে
পথ হলে বন্ধুর,
রোদ এলে ছায়া হয়
শীত হলে রোদ্দুর।


বিপদে পড়লে মনে
কে আসে , ভগবান?
প্রথমে বন্ধু স্মরি,
তারপরে তাঁর স্থান।


বাকিরা দেখে যে দোষ,
দেখে না তা দোস্ত,
বরঞ্চ দোষ থেকে
বাঁচাতে সে ব্যস্ত।


আত্মীয় ছেড়ে যাবে
পর হবে পড়শি,
বন্ধুতা আয়ু শুধু
হবে বহুবর্ষী।


সময়ের কষ্টিতে
মেলে বহু কষ্টে
বন্ধু যায় না পাওয়া
ফ্রেন্ড রিকোয়েস্টে।


দুঃখের ঝাপটাতে
সুখেদের বিহারে
সময়টা ভাগাভাগি
করে নেয় ইয়ারে।


হাত বাড়ালেই যদি
হাত পাও ভাগ্যে
তবে বাকি চারদিকে
যা হচ্ছে হোকগে।


জীবন কঠিন আজ
পথ বড় বন্ধুর,
হোঁচট খাও না খাও
হাত ধোরো বন্ধুর।


আর্যতীর্থ