। আউশ।


( যারা আয়ুর্বেদ শিখে আয়ুর্বেদই চর্চা করেন, তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আপত্তিটা যাঁরা আয়ুর্বেদ পড়ে মডার্ন মেডিসিন করতে চান, তাঁদের নিয়ে। তাঁরা না করেন আয়ুর্বেদকে সম্মান, কতিপয় ওষুধ জানলেই যে মডার্ন মেডিসিন জানা যায় না, সেটাও বোঝেন না। ধিক্কার সেই নেতাদের, যারা নিজেদের চিকিৎসা বিদেশে করান, আর জনগণের জন্য এমন চিকিৎসার ব্যবস্থা করেন। সাহস থাকলে নিজের চিকিৎসা AYUSH ডাক্তার দিয়ে করান দেখি!)


আগে কেনে কইলি না তুই বদ্যি হওন এত সোজা?
বারোর কেলাস পাশ কইরা ফালতু টানি মালের বোঝা।
এমন আমি রমু না বাপ, বড্ড হ্যাপা জীবন টাইন্যা,
আউশ হমু , ওষুধ লিখুম, পদ্ধতিটা আইসো জাইন্যা।


ইস্কুলে আছিলো পোলা আলামিন আর আকাশ নামে,
হালায় দুজন পড়তো খালি, মন ছিলো না অন্য কামে
আমরা যাইতাম কেলাস কাইট্যা রগরগা সব সিনেমাতে
অগো দেহি বইয়া আসে সর্বক্ষণই বইয়ের সাথে
পোলা দুইডা জয়েন্ট পাইয়া কলকেতাতে গেসে গিয়া
হায় রে আমি পইড়া আছি, বারো পাশের কাগজ লইয়া।


এইবারে আর রমু না দোস্ত, সরকার আইজ আইসা বলে,
ডাক্তারীটা খুবই কঠিন এমনডা কয় কোন পাগলে?
গাছ গাছড়া চিনছি আমি কত মাঠে ঘুইরা ঘুইরা,
আয়ুর্বেদের পরীক্ষা পাশ দেইখো করুম হাইস্যা উইড়া।


তারপরে তো ফুর্তি শুধু , সরকার তো কইয়া দিসে,
অ্যালোপাথির ওষুধ লিখুম, আমার আবার ভয়ডা কিসে?
আলামিন আর আকাশ তো সেই বুড়া হইয়া বাইর হইবো,
এমন প্র্যাকটিস জমাইয়া লমু, আমার কথাই লোকে কইবো।
দোকানদারীর মাল টাইনা আর মন ভরে না ইয়ার দোস্ত
এবার আমি আউশ হমু,  টাকা কামামু জবরদস্ত।


আর্যতীর্থ