। আত্মঘাতী।


একজন আত্মঘাতী জঙ্গী আর এক নিতান্ত সাধারণ নাগরিকের মধ্যে একটাই তফাত,
দ্বিতীয়জন বোমাটার অস্তিত্ব জানেনা।
তার চারদিকে যে অসংখ্য ডিনামাইট জড়ানো, আয়নার চোখে সেটা ধরা পড়েনা,
আয়নার দোষ নেই, পৃথিবীর সমস্ত আয়না শুধু সেটাই দেখায়, যা দেখতে চায় লোকে।


রোজনামচায় না পাওয়ার ক্ষোভগুলি, একটু একটু করে পলতেগুলোকে উস্কাতে থাকে।
ক্ষমতাবানদের মর্জির সামনে অসহায় আত্মসমর্পণ,
সঠিক চরণ ধরে অযোগ্য চাটুকারের অক্লেশে উত্থান
আর নিজের ঘামের দাম চড়তি সেনসেক্সে ক্রমশ নিম্নগামী হওয়া দেখতে দেখতে,
একটি নিতান্ত সাধারণ নাগরিক অজান্তে  বারুদঠাসা বোমায় পরিবর্তিত হন।


প্রতিটি গণধোলাইয়ে,
বিনা প্রতিরোধে কারোর পাঁজর গুঁড়িয়ে দেওয়া লালাঝরা আনন্দে,
মনুষ্যত্ব খুন করে হয় বিস্ফোরণ।


আর্যতীর্থ