। আশ্রয়।


পান্থ সে এক ক্লান্ত হেঁটে ,  শান্ত বিবর খুঁজছে সে
তল্পিতল্পা গুটিয়ে রেখে, আরামে চোখ বুজবে সে।
এদিকওদিক তাকায় পথিক, কোনখানে তার পথের শেষ,
যে দেশ ভেবে চলার শুরু , বদলে সে আজ অন্য দেশ।


সে এক সময় মিলতো সরাই, গ্রামের মাঝে হাস্যমুখ,
মনের থেকে সে আপ্যায়ন ,ঘরের বাইরে ঘরের সুখ।
জাত ধর্মের ভড়ং ছিলো, কিন্তু সেটাই সবটা না,
অতিথ এলে কেমন সেবা, লোকের ছিলো সব জানা।


পান্থ জানে ওসব অতীত, ইতিহাসে ঠাঁই পাওয়া,
অচেনা লোক ছেলেধরা , যুগের এখন তাই হাওয়া।
সময় এখন ফেক নিউজের, শিকার খোঁজে হিংস্রতা,
কোথায় যে কে ফাঁদ পেতেছে, কেমন করে চিনবে তা?


গ্রামের দিকে যাওয়ার যে পথ, সেটা ফেরার রাস্তা না,
হতেও পারে স্টেশনধারেই, গুজবখেকোর আস্তানা।
হত্যা যাদের নিত্যকর্ম, ওই তো তারা তাল ঠোকে,
থেঁতলে দেবে ভুল খবরে, পেলেই অচিন পান্থকে।


ক্লান্ত পায়ে পান্থ এগোয়, শান্ত বিবর খুঁজছে সে,
অচিন লোকের বিপদ বড়, ধোলাইপ্রেমী এই দেশে।


আর্যতীর্থ