। অহংকার।


নজর দিয়ে তির মেরেছিস হৃদমাঝারে
জীবন গেলো সামলে নিতে দহন তার
বন্ধু বলেন সামলে চলিস এই বাজারে
লাটাই গোটা, মেয়েটার ভারী অহংকার।


আমি হেসে এড়িয়ে যাই ব্যাপারটা
বন্ধু আমার দুঃখটি না পান যাতে,
আসলে তো ঘুড়ি কবেই ভোকাট্টা
মন কেটেছে অহংকারের মাঞ্জাতে।


নাগাল পেলে নিচুতলার ফুলডালে
সে ফুল তুলেই তুষ্ট থাকে সবলোকে,
কপালফেরে ভুল সময়ে ভুল চালে
মরণ দেখে জীবন আমার ওই চোখে।


এগোবে আর এখান থেকে গল্প কি
বুঝি সেটা বল দিকিনি কিভাবে
নজরটা তোর এই জীবনে ভুলবো কি
সুযোগ পেলেই অমনি মাথা চেবাবে।


আপাতত আটকে আছি তোর ঝোঁকে,
আয় না ক'পা চলেই দেখি একসাথে
বাদ দে না সব অহংকারের শর্তকে
আর কতটা ভুগতে বলিস পিপাসাতে!


কাউকে তো তুই বসাবি ঠিক মসনদে
কে জানে সেই ভাগ্য খোলে কখন কার
দাঁড়ি টেনে পড়শীপাড়ার প্রশ্নতে
হ'না আমার একজীবনের অহংকার।


আর্যতীর্থ