। আবছা মানুষ।


ওরা যখন তখন দুম করে পালিয়ে যায়।
অবুঝ কিশোর, অভিমানী গৃহবধূ , মেধাবী যুবক,
শ্রান্ত ডাক্তার, হতাশ অভিনেতা, ব্যর্থ গায়ক, খেলাপী কৃষক ,
‘ আর পারছিনা ‘ বলে ঝপ করে জীবনের ঝাঁপ ফেলে দেয়।


রোজকার আয়নাতে অনিবার্য বিরক্তি উপচিয়ে পড়ে,
বিক্রীত হতমানে বিকৃত হয়ে ওঠে যাপনের পাঠ।
সাদাকালো পৃথিবীকে ঢেকে রাখে সেলফির রঙিন মলাট,
ফেসবুক পোস্টগুলো বুঝতে শেখেনি, শিকড় কোথায় কার কত নড়বড়ে।


মনখারাপের খল সাপের স্বভাব, শিকারকে পাকে পাকে পিষতেই থাকে,
বর্তমানের ছায়া আগামীকে ঢেকে দেয় হতাশায় ক্রমে
পথিক ক্ষান্ত দেয় সফরের মাঝখানে পথশেষ ভ্রমে,
‘এবার ঘুমাবি চল’ ,এই মিছে স্তোক দিয়ে নেমেসিস ভুলপথে ডাকে।


আশপাশে যারা থাকে নিঃশ্বাস করে বাঁটোয়ারা,
কেন যে তাদের চোখে পড়েনা কাছের লোক আবছা ক্রমশ,
এ কেমন সখ্যতা যেখানে ঠকাতে পারে হাসির মুখোশও,
ডুবন্ত হাত দুটো কুটো খুঁজে খুঁজে হয় আরো দিশেহারা।


এত যে কথার ভিড়, দিনান্তে কিছু মন তবুও একলা থাকে ব্যথা নিয়ে জেগে,
আমরা বলিই শুধু, শুনবার ধৈর্য্যরা বহুকাল গত,
কে জানে এ চলে যাওয়া হয়তো বা মনোযোগে ঠেকানোও যেতো
ঘুরেও দেখে না কেউ আসন্ন বিদায়ের বার্তা রয়েছে কোন পোস্ট জুড়ে  লেগে।


কেউ যদি শুনতো, আবছা মানুষজন হয়তো বা ফের মাটি ছুঁতো...


আর্যতীর্থ