।  ধম্মো।


আটপৌরে ভাবতে পারো হারু পাঁচু যেমন ভাবে
অন্যরকম ভাবতে গেলে তালুর ওপর গাট্টা খাবে।
উল্টোরকম ভাবতে পারো রশিদ হারুন ভাবছে যেমন
মাঝামাঝি ভাবলে পরে চোখের চাউনি কেমন কেমন।
ভাবনা তোমার সবজেটে হোক কিংবা হবে ঘোর গেরুয়া
মাঝের ভাবনা তাড়িয়ে বেড়ায় বকধার্মিক কাগতাড়ুয়া।
মুক্তমনে শিকল তোলো, চিন্তাতে হোক কার্ফু জারি
ধম্মো নামের বৈঠা নিয়ে ভবসাগর দাও হে পাড়ি।
ধম্মো আনো পোশাকেতে ধম্মো আনো খাবার থালায়
ধম্মো কেন আটকে রাখো তসবিতে আর জপের মালায়।
ধম্মো মানে যবন তুমি, ধম্মো কি আর কাফের জানে?
ধম্মো মানে কুস্তিলড়াই আল্লাহ এবং ভগবানে।
ধম্মো মানে লেপছি মুখে তিনটে দোয়াত ভর্তি কালি
ধম্মো মানে ভিডিওতে মুন্ডু কেটে দেখাও খালি।
চোখ পাকিয়ে দেখছি রেগে অন্য কথা কয় কজনা
ছুরিখানায় শান দিয়েছি আয় দিকিনি মুক্তমনা!
মাংসগুজব ছড়িয়ে দিয়ে খুন করাকে ধম্মো বলে
যুক্তি বুদ্ধি শিক্ষা তোমার হোক না পেষাই ধম্মোকলে।
না করলে ভেদ ওদের মোদের ধার্মিক আর হলে কিসে
চিন্তাতে দাও গন্ডি কেটে, ধারা একশো চুয়াল্লিশে।
এই অকবি বুঝলো না হায়, ধর্ম কথার মর্ম কি
এই আকালেও বেড়াই খুঁজে, পেটের খিদের ধর্ম কি?


আর্যতীর্থ