।    মুহূর্ত।


সময় কি আর মাপার জিনিস ঘড়ির ঘন্টা মিনিট ধরে
মুহূর্তরা বানায় সময় একটু একটু করে
কখনো সে মুূহূর্তরা সময়টাকে তাড়িয়ে বেড়ায়
কখনো বা জটলা করে সময়কালের গন্ডি এড়ায়
মুহূর্তরা স্বপ্ন দেখায় স্বপ্ন ভাঙে স্বপ্ন গড়ে
একটি নিমেষ একটা জীবন বদলিয়ে দেয় কেমন করে
কবে কখন জন্মেছো তা জন্মপত্রে লেখা আছে
অন্য সময় জন্ম হলে হতো তফাৎ মায়ের কাছে?
মায়ের স্মৃতির আকাশ জুড়ে তোমার জন্মমুূহূর্তটা
জন্মসময় তুচ্ছ অতি, জ্যোতিষীদের জন্য ওটা
মনে আছে মুহূর্ত সেই প্রথম প্রেমের পরশ পাওয়ার?
বুকের আগল সরিয়ে এক পাগল করা আবেশ জোয়ার?
দিনক্ষণ সব আবছা এখন, মুখখানা তার গেছো ভুলে
মুহূর্তটা সুবাস জাগায় এখনো সেই শুকনো ফুলে।
যে কটি নিমেষ ধ্রুবতারা হয়ে স্মৃতির আকাশে রাখা
ভেবে দেখেছো কি কখনো তখন ঘড়িটা হয়নি দেখা?
ঘড়ির হিসেব কাল শুধু রাখে জীবন রাখেনা মোটে
দুহাত বাড়িয়ে নিচ্ছে কুড়িয়ে যে কটা নিমেষ জোটে।
কেমন বেঁচেছো কেমন বাঁচবে ঘড়িটাতে নেই লেখা
সময়ের পটে জীবনের ছবি মুহূর্ত আঁকে একা।


আর্যতীর্থ