। রিলে রেস।
( কৃতজ্ঞতাঃ জেফ্রি আরচার)


সাতমহলা মস্ত অফিস, সামনে সিকিউরিটি,
উল্টো দিকের ফুটপাতে এক ভিখিরি রোজ বসে
স্বপ্ন দেখে সে প্রতিদিন, সিকিউরিটি হবে
উর্দি পরবে, সাহেব এলে স্যালুট করবে সে।


সিকিউরিটি মাঝবয়েসী, সারাটাদিন খাড়া
রাত্রে ঘরে ফিরে দুপা ব্যথাতে টনটনে,
মলম মেখে সেঁক দিয়ে সে কোনক্রমে ঘুমায়,
সারাটা রাত খোয়াব দেখে বসছে রিসেপশনে।


রিসপশনিস্ট ছেলেমানুষ, চাকরী পেয়েছে সদ্য,
ভাল্লাগে না কানের কাছে ফোনের ঘ্যানরঘ্যান
ফিরতি বাসে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে শুধু,
হঠাৎ করে সে হয়েছে কোম্পানি লিফ্টম্যান।


সারাটা দিন দরজা খোলা, বোতাম টেপা খালি
লিফ্টম্যানের ডিউটিতে রোজ টানা যেন ঘানি,
স্বপ্ন দেখে কাজের ফাঁকের ফাঁকা অবসরে,
ভাগ্যবলে হয়েছে সে অফিসে কেরানি।


কেরানি রোজ হিসেব করেন,  সকাল থেকে বিকেল,
পান থেকে চুন খসলে প্রবল গালির ভয়ে কাবু,
চশমা খুলে দ্বিপ্রহরে ঝিমিয়ে নিতে নিতে,
স্বপ্ন দেখেন পদোন্নতির, হবেন বড়বাবু।


বড়বাবু, সত্যি বলছি, দুঃখে থাকেন ভারী,
কর্মী এবং বড়সাহেব, দুইজনে ধমকায়,
কড়িকাঠের দিকে চেয়ে খোয়াবনামা লেখেন,
আহা যদি হতেন তিনি বড়সাহেব,  হায়!


শেয়ারে রোজ ধস নামছে, কোম্পানি প্রায় লাটে,
কাল কি হবে ভেবে ভালো ঘুম হয়না রাতে,
বড়সাহেব স্বপ্ন দেখেন এসব থেকে দূরে
ভাবনাবিহীন ভিক্ষা মাগেন শহুরে ফুটপাতে।


আর্যতীর্থ